আইনজীবীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবস্থার কথা ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সোমবার এই ঘোষণা করেন তিনি। আদালতের পাঁচটি কক্ষে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবস্থা সক্রিয় হওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে এই ব্যবস্থা কেমন কাজ করছে সেই ব্যাপারে সকলের মতামত চেয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
শীর্ষ আদালতের ডিজিটাইজেশনের দিকে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘ওয়াই-ফাই ব্যবস্থা চালু হওয়ার ফলে এমন নয় যে আমরা বইয়ের উপর নির্ভর করব না। তবে ১ থেকে ৫টি আদালত কক্ষকে ওয়াইফাই-সক্রিয় করা হয়েছে। বার রুমগুলিতেও ওয়াইফাই-সক্রিয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বিচারের শুরুতে সকলের উদ্দেশে বলেন, সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা, সেই ব্যাপারে আমাকে মতামত দেবেন।
উল্লেখ্য, ছয় সপ্তাহের গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার আবার খোলে শীর্ষ আদালত। আদালতে আসা আইনজীবী, মামলাকারী এবং সংবাদমাধ্যমের কর্মীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই সুবিধা উপলব্ধ করা হয়েছে।
এই পদক্ষেপটি ই-উদ্যোগের অংশ হিসাবে নেওয়া হয়েছিল এবং “SCI WiFi” এ লগ ইন করে সুবিধাটি নেওয়া যেতে পারে। ব্যবহারকারীকে তার মোবাইল নম্বর লিখতে হবে, একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবে তারা। প্রমাণ করার জন্য এটি (ওটিপি) ব্যবহার করতে হবে বলে, সুপ্রিম কোর্টের একজন শীর্ষকর্তা জানিয়েছেন।
আপাতত এই সুবিধাটি প্রধান বিচারপতির আদালত, কোর্ট নং ২ থেকে ৫-এর কক্ষে পাওয়া যাবে। যার মধ্যে করিডোর এবং করিডোরের সামনের অংশ, ক্যান্টিনের সামনে সাংবাদিকদের বসার কক্ষ ১ ও ২-তে পাওয়া যাবে। ৩ জুলাই থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে।
আইনজীবীরা বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পাবেন
